কুয়েতে জমকালো বর্ণাঢ্য আয়োজনে "দৃষ্টিনন্দন সিলেট" এর বর্ষপূর্তি পালিত

 কুয়েতে জমকালো বর্ণাঢ্য আয়োজনে "দৃষ্টিনন্দন সিলেট" এর বর্ষপূর্তি পালিত


স্টাফ রিপোর্টার, কুয়েত থেকেঃ কুয়েত থেকে প্রকাশিত ট্যাবলয়েড পত্রিকা "দৃষ্টিনন্দন সিলেট" হাটি হাটি- পা পা করে একটি বছর পেরিয়ে ২য় বর্ষে পদার্পণ করলো। এ উপলক্ষ্য দৃষ্টিনন্দন সিলেট পত্রিকা বিশাল পরিসরে কুয়েত সিটির প্যারাগন চায়নিজ কনভেনশন হলে জাঁকজমকপূর্ণ - জমকালো বণাঢ্য বর্ষপূর্তি ও সাংস্কৃতিক সন্ধ্যা'র আয়োজন করা হয়েছিলো গত ৪ ফ্রেবুয়ারী রোজ বৃহস্পতিবার রাত ৮ টায় শুরু হয়। পত্রিকার উপদেষ্টামন্ডলীর অন্যতম আবুল হাসেম এনাম এর সভাপতিত্বে এবং সম্পাদক ও প্রকাশক শেখ নিজামুর রহমান টিপুর প্রানবন্ত সরস উপস্হাপনায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্টদূত মেজর জেনারেল আসহাব উদদীন এনডিসি, পিএসসি, বিশেষ অতিথিতে ছিলেন বাংলাদেশ দূতাবাসের ( দূতালয় প্রধান) এস এম মাহবুবুল আলম, কাউন্সিলর (শ্রম) আব্দুল লতিফ খাঁন, প্রথম সচিব আনিসুজ্জামান। বিশিষ্ট ব্যাবসায়ী বাংলাদেশ মনিং গ্লোরী ইন্টারন্যাশনাল স্কুল পরিচালনা কমিটির সভাপতি,মারাফিয়া কুয়েতিয়া কোম্পানীর সিইও শহীদ ইসলাম পাপুল, স্কুল পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি ও জালালাবাদ সমাজ কল্যাণ সমিতি কুয়েত'র সভাপতি হাজী জুবায়ের আহমেদ, ডায়মন্ড ইন্টারন্যাশনাল কোম্পানীর এমডি ও স্কুল পরিচালনা কমিটির সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, এম্বেসেডর গ্রুপের চেয়ারম্যান ও স্কুল পরিচালনা কমিটির সহ সভাপতি মোখাই আলী(লুৎফুর রহমান) রাষ্টদূতের po মিজানুর রহমান। আরো ছিলেন বি এন পি, আওয়ামীলীগ, জাতীয়পার্টি, ও ডাক্তার, ইন্জিনিয়ার, জালালাবাদ সমাজ কল্যাণ সমিতি,সিলেট বিভাগীয় সাংস্কৃতিক গোষ্টি, স্বরলিপি শিল্পী গোষ্টি, শাহ আব্দুর করিম স্হৃতি পরিষদ,জেডফর্স সহ কবি- সাহিত্যিক,প্রিন্ট মিডিয়া- ইলেকট্রনিক মিডিয়া- সহ স্বপরিবারের উপস্হিতিতে মিডিয়াদের মিলন মেলায় পরিণত হয়। প্রধান অতিথীর বক্তব্য এ রাষ্টদূত বলেন যে বাস্তব,সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ যেভাবে পরিবেশন করে আসছে, তার ধারাবাহিকতা বজায় রেখেই কাজ করে যাবে আমার বিশ্বাস। রাষ্টদূত দৃষ্টিনন্দন সিলেট মিডিয়া গ্রুপের আরেক মাসিক ট্যাবলয়েড পত্রিকার মোরখ উন্মোচন করেন "দেশ দিগন্ত " এই পত্রিকা কুয়েতের খবরাখবর সহ সারা বাংলাদেশের খবরাখবর নিয়ে পরিচালিত হবে। এই শর্তসাপেক্ষে আমি "দৃষ্টিনন্দন সিলেট" বের করার মত দিয়েছিলাম। সে তার শর্তপূরণ করতে পেরেছে। আমার বিশ্বাস যে দেশদিগন্ত পত্রিকায় ও সত্য বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাবে।  সম্পাদক ও প্রকাশক শেখ নিজামুর রহমান টিপু বলেন কুয়েতে সংবাদ মাধ্যমে অনেক আইনী সিমাবদ্ধ থাকার কারনে পত্রিকাটি ট্যাবলয়েড আকারে বের করতে বাধ্য হচ্ছি। কুয়েত প্রবাসিরা সংগ্রাম ও সাফল্যর জল ছবি নিয়ে খবরাখবর প্রচার করে থাকি। সাফল্য- ব্যর্থতা, প্রাপ্তি - অপ্রাপ্তি নিয়ে একটি একটি বছর পেরিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণ করতে পেরেছি তা শুধু আপনাদের সহযোগিতায় সম্ভব হয়েছে, অনুষ্টানে উপস্হিত সবাইকে দৃষ্টিনন্দন সিলেটের পক্ষ কৃতজ্ঞতা জ্ঞাপন ও ধন্যবাদ জানান। অনুষ্টানের দ্বিতীয় অংশে সাংস্কৃতিক সন্ধায়, উপচেপড়া দর্শক- শ্রোতাদের উপস্হিতিতে গান পরিবেশন করে কেয়া ও সেনু, নৃত্য পরিবেশন করে ওয়ার্দী পাল,গায়ত্রী পাল,নিঝুম দাস,আরওয়া,মিম,আরফি,তবলায় ছিলো আনোয়ার। মুহুমুর্হু করতালিমুখর পরিবেশে সকল শ্রেনী-পেশার বিপুল সংখ্যক উপস্হিত দর্শকরা খুব মনযোগ দিয়ে শেষ মুহুর্ত পর্যন্ত উপভোগ করেছেন সাংস্কৃতিক অনুষ্টান। নৈশভোজের মধ্যে দিয়ে রাত ১১:৩০ মিনিটে অনুষ্টানের সমাপ্তি ঘটে।
 কুয়েতে জমকালো বর্ণাঢ্য আয়োজনে "দৃষ্টিনন্দন সিলেট" এর বর্ষপূর্তি পালিত

 কুয়েতে জমকালো বর্ণাঢ্য আয়োজনে "দৃষ্টিনন্দন সিলেট" এর বর্ষপূর্তি পালিত

Post a Comment

Previous Post Next Post