শোক সংবাদঃ হাজী আব্দুল মালিক চৌধুরী আর নেই

শোক সংবাদঃ হাজী আব্দুল মালিক চৌধুরী আর নেই
সংবাদদাতাঃ কুলাউড়া উছলাপাড়াস্থ ব্রাম্মনবাজার খুমিয়া নিবাসী অবসরপপ্রাপ্ত সেনা সদস্য বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুল মালিক চৌঃ (জিতু মিয়া) আর নেই। ইন্নালিল্লাহি.. রাজেউন। গতকাল রাত ৭:৩০ মিনিটের সময় উছলাপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো (৮১)বছর । সদা হাস্যজ্জল মানুষটির জানাজার নামাজ আজ সকাল ১১ঘটিকায় উছলাপাড়া ফাইভ স্টার মার্কেটের সম্মুখে এবং দ্বিতীয় জানাজার নামাজ ব্রাম্মনবাজার খুমিয়া জামে মসজিদ প্রাংগনে অনুস্টিত হবে। মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Post a Comment

Previous Post Next Post