সংবাদদাতাঃ কুলাউড়া উছলাপাড়াস্থ ব্রাম্মনবাজার খুমিয়া নিবাসী অবসরপপ্রাপ্ত সেনা সদস্য বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুল মালিক চৌঃ (জিতু মিয়া) আর নেই। ইন্নালিল্লাহি.. রাজেউন। গতকাল রাত ৭:৩০ মিনিটের সময় উছলাপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো (৮১)বছর । সদা হাস্যজ্জল মানুষটির জানাজার নামাজ আজ সকাল ১১ঘটিকায় উছলাপাড়া ফাইভ স্টার মার্কেটের সম্মুখে এবং দ্বিতীয় জানাজার নামাজ ব্রাম্মনবাজার খুমিয়া জামে মসজিদ প্রাংগনে অনুস্টিত হবে। মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।