এপেক্স ক্লাব অব মৌলভীবাজার; আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কর্মশালার বই বিতরণ ও হাতের সুন্দর লেখা প্রতিযোগীতা সম্পন্ন

এপেক্স ক্লাব অব মৌলভীবাজার
স্টাফ রিপোর্টারঃ “সেবা সুনাগরিকত্ব, সৌহার্দ্য” এই তিন মূল মন্ত্রকে লালন করে এগিয়ে চলছে এপেক্স বাংলাদেশের (জেলা-৪ এর অন্তর্ভূক্ত) ১৮ তম ক্লাব এপেক্স ক্লাব অব মৌলভীবাজার। গত ২১ ফেব্র“য়ারী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পণ শেষে ক্লাবের এপেক্সিয়ানবৃন্দরা দুস্থ শিশু শিক্ষার্থীদের মধ্যে বাংলা বর্ণমালার বই বিতরণ কর্মসূচী সম্পন্ন করেন। কর্মসূচীটি উদ্বোধন করেন বাংলা একাডেমীর পুরস্কারপ্রাপ্ত (মুক্তিযুদ্ধ ও গবেষনায়) কুলাউড়ার কৃতিসন্তান তাজুল মোহাম্মদ।

এছাড়া গত ২৬ ফেব্র“য়ারী বিকাল ৪টায় বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দুই শতাধিক শিশু কিশোর শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্টিত হয় হাতের সুন্দর লেখা প্রতিযোগীতা। দুই দিনের এ আয়োজনে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের যে সকল এপেক্সিয়ানবৃন্দরা উপস্থিত ছিলেন তারা হলেন ক্লাবের লাইফ মেম্বার এপে: উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভূট্টো, ক্লাব পিপিবৃন্দ এপে: তোফায়েল আহমদ ডালিম, এপে: শহীদুল ইসলাম তনয়, আইপিপি এপে: শাহীন আহমদ, ২০১৬ বর্ষের প্রেসিডেন্ট এপে: ডা: হেমন্ত চন্দ্র পাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে: শরিফ আহমদ, ক্লাব সেক্রেটারী এন্ড ডিএনই এপে: শফিউল আলম সৌরভ, মেম্বারশীপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর এপে: জুবায়ের সোহেল, পাবলিক স্পিকিং এন্ড রিলেশন ডিরেক্টর এপে: জাহাঙ্গীর আলম, ক্লাবের অ্যাক্টিভ ফ্লোর মেম্বার বৃন্দ এপে: সোহেল আহমদ, এপে: আলতাফ হোসেন সুমেল প্রমুখ।

উল্লেখ্য, আগামী ২৯ ফেব্র“য়ারী ৮৭২ তম ডিনার সভা অনুষ্ঠিত হবে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের প্রেসিডেন্ট এপে: ডা: হেমন্ত চন্দ্র পাল এর চেম্বার সংলগ্ন হল রুমে।

Post a Comment

Previous Post Next Post