মৌলভীবাজারে দুই মাসে নিষ্পত্তি হলো প্রায় হাজারো মামলা

মৌলভীবাজারে দুই মাসে নিষ্পত্তি হলো প্রায় হাজারো মামলা
নিউজ ডেস্কঃ মৌলভীবাজার আদালতে চলতি বছরের শুরু থেকে ফেব্র“য়ারির তৃতীয় সপ্তাহ পর্যন্ত ৯৯১টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১২৩টি মামলা পাঁচ বছরেরও পুরাতন। শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হওয়া পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে জেলার বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট এ কিউ এম নাসির উদ্দিন এই তথ্য উপস্থাপন করেন। গত মাসের মামলা নিষ্পত্তির বিবরণ উপস্থাপন করে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বলেন, জানুয়ারি মাসের শুরুতে আদালতে ৭৪৮৮টি মামলা বিচারাধীন ছিল। বর্তমানে এই সংখ্যা কমে ৭২৪০টি বিচারাধীন আছে। তিনি সাজা, গ্রেপ্তারি ও ক্রোকি পরোযানা সঠিক সময়ে তামিল না হওয়ায় হতাশা ব্যক্ত করে বলেন, সাজাপ্রাপ্ত বা বিচারাধীন মামলার আসামি আদালতের বাইরে থেকে একদিকে যেমন নতুন নতুন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। তেমনি বিচার ব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষের আস্থার সংকট দেখা দিচ্ছে। তাই পরোয়ানা জারির ক্ষেত্রে আরও তৎপর হওয়ার জন্য তিনি বিভিন্ন থানা থেকে আগত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। মৌলভীবাজার জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে অনুষ্ঠিত পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারুক আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, পিবিআই, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ,সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা, মৌলভীজারের বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) নির্বাহী ম্যাজিস্ট্রট ও সহকারী কমিশনারগণ পাবলিক প্রসিকিউটর, স্পেশাল পাবলিক প্রসিকিউটর, অ্যাসিস্টেন্ট পাবলিক প্রসিকিউটরবৃন্দ, জেলার বিভিন্ন থানা, রেলওয়ে থানা ও গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ এবং পিএটিসি হতে আগত পি-৬১তম ব্যাচের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post