স্টাফ রিপোর্টারঃ চাকরি জাতীয়করণের দাবিতে কর্মবিরতিতে যাচ্ছে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের সংঘঠন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) অ্যাসোসিয়েশন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে "দাবী আদায় বাস্তবায়ন কমিটির" পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সরকারের স্বাস্থ্য সেবায় সাফল্য অর্জনে এ খাতের ১৪ হাজার কর্মী নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। নিয়োগপ্রাপ্ত কর্মীরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও গত ৪ বছর ধরে তারা সরকারের নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এরই মধ্যে শুরু হয়েছে কর্মী ছাঁটাই। ফলে ছাঁটাইকৃতরা মানবেতর জীবন-যাপন করছেন। সরকার একাধিকবার চাকরি জাতীয়করণের ঘোষণা দিলেও তা বাস্তবায়ন হয়নি। তাই দাবি আদায়ে রোববার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন তারা। ১৪ ফেব্রুয়ারী থেকে ১৬ ফেব্রুয়ারী ৩ দিন সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কর্মবিরতি। এছাড়া ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কমিউনিটি ক্লিনিকে বসে পুর্ণদিবস কর্মবিরতি পালন, ২৩ ফেব্রুয়ারি কমিউনিটি ক্লিনিকের প্রকল্প কার্যালয় বিএমআরসি ভবন মহাখালীতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতীকী অনশন ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবে তারা। এই ব্যাপারে "দাবী আদায় বাস্তবাস্তন কমিটি'র" সদস্য ও মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের আহ্বায়ক আবুল কাশেম উসমানী বলেন- "কেন্দ্রীয় কর্মসূচীতে আমার জেলা সহ সিলেট বিভাগ ঐক্যবদ্ধভাবে পালন করবো, আমাদের মানবেতর জীবনের কথা বিবেচনা করে জনবান্ধব সরকার আমাদের দাবী মেনে নিবেন।" সিলেট বিভাগীয় এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ কে এম জাবের বলেন - "আমরা আশাবাদী জাতীর জনকের স্বপ্নের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বর্তমান সরকার আমাদের দাবী মেনে নিয়ে অতি শীগ্রই সিএইচসিপিদের চাকুরী জাতীয়করন করবেন।"
পুর্বের রিপোর্টঃ আন্দোলনে সিএইচসিপিরা; প্রথম ধাপে মাসিক রিপোর্ট প্রদান বন্ধ
পুর্বের রিপোর্টঃ আন্দোলনে সিএইচসিপিরা; প্রথম ধাপে মাসিক রিপোর্ট প্রদান বন্ধ


