আলভেজকে পেতে আগ্রহী চাইনিজ ক্লাব

আলভেজকে পেতে আগ্রহী চাইনিজ ক্লাব
স্পোর্টস ডেস্কঃ বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজকে পেতে তার এজেন্টের কাছে লোভনীয় প্রস্তাব দিয়েছে একটি চীনা ক্লাব। অবশ্য, চাইনিজ ক্লাবটির নাম জানা যায়নি। স্প্যানিশ দৈনিক ‘মুন্ডো দেপোর্তিভো’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে। খবরে বলা হয় তিন বছরের চুক্তির জন্য আলভেসের এজেন্টকে প্রস্তাব দিয়েছে একটি চাইনিজ ক্লাব। প্রতি মৌসুম বাবদ যার আর্থিক মূল্য ধরা হয়েছে ১২ মিলিয়ন ইউরো। ইতোমধ্যেই অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে কলম্বিয়ান স্ট্রাইকার জ্যাকসন মার্টিনেজ, চেলসি থেকে ব্রাজিলিয়ান রামিরেস, রোমা ছেড়ে আইভরিকোস্ট ফরোয়ার্ড জারভিনহো ও শাখতার দোনেস্ক হতে ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যালেক্স তেজেইরা চাইনিজ ক্লাবে পাড়ি জমিয়েছেন। এদিকে পিএসজির আর্জেন্টাইন উইঙ্গার এজেকুয়েল লাভেজ্জিরও চীনে উড়াল দেয়ার সম্ভাবনা রয়েছে!

Post a Comment

Previous Post Next Post