ক্যারিবীয়দের পেসই বড় চ্যালেঞ্জ বাংলাদেশের

ক্যারিবীয়দের পেসই বড় চ্যালেঞ্জ বাংলাদেশের
স্পোর্টস ডেস্কঃ নতুন স্বপ্নের দ্বারপ্রান্তে দাড়িয়ে বাংলাদেশ। ইতিহাসে প্রথমবার আইসিসির কোন ইভেন্টের ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে বৃহস্পতিবার মাঠে নামবে জুনিয়র টাইগাররা। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আলাদা করেই ভাবছে বাংলাদেশ যুব দল। বিশেষ করে ক্যারিবীয় পেসারদের চ্যালেঞ্জ ভাবাচ্ছে দলের পরামর্শক স্টুয়ার্ট লকেও। তবে সে সব ভুলে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে সহজ জয় পাবে বলেই ভাবছেন তিনি। মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে দলের অনুশীলন শেষে ল বলেন, ‘আমরা জানি তাদের কিছু ভালো পেস বোলার এবং হার্ডহিটার ব্যাটসম্যান আছে। তবে তাদের নিয়ে নয়, আমরা আমাদের খেলা নিয়ে নিয়ে ভাবছি। জানি প্রতিপক্ষ হিসেবে মাঠে তারা খুব কঠিন; কিন্তু আমরাও ভালো ক্রিকেট খেলছি এবং নিয়মিত উন্নতি করছি। তারা সাম্প্রতিক সময়ে খুব ভালো ক্রিকেট খেলছে তাই তাদের হারাতে আমাদের আরও বেশি ভালো খেলতে হবে। তাদের হারাতে আমরা প্রস্তুত। ক্রিকেট এমন এক খেলা, যেখানে অন্যরা কি করছে এসব ভাবতে গেলেই ম্যাচ হেরে বসবেন। তাই তাদের ব্যপার ভুলে আমাদের কি করতে হবে সে দিকেই ফোকাস করা উচিত।’ দলের নবীনদের নিয়ে দারুণ সন্তুষ্ট ল। প্রতিদিনই দলে কিছু না কিছু উন্নতি হচ্ছে বলে জানান তিনি। দলের সকল খেলোয়াড় ম্যাচের পাশাপাশি নিজেদের অনুশীলনেও দারুণ সিরিয়াস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গত কয়েক সপ্তাহে দল দারুণ অগ্রগতির মধ্যে রয়েছে। এটা জাতীয় দলের সত্যিকার সাফল্য। তাদের হিরোরা (মাশরাফিরা) যা করেছে এখন তার অনুকরণ করছে জুনিয়র টাইগাররা। প্রতিদিনই যাতে দলের কিছু উন্নতি হয় আমরা সেদিকে সচেতন এবং ছেলেরাও অনেক কঠিন পরিশ্রম করছে।’

Post a Comment

Previous Post Next Post