কুলাউড়ায় বদরপুরী(রহঃ) এর ৫৭তম ইছালে সওয়াব মাহফিল অনুষ্টিত

কুলাউড়ায় বদরপুরী(রহঃ) এর ৫৭তম ইছালে সওয়াব মাহফিল অনুষ্টিত
তারেক হাসান: কুলাউড়ায় হযরত ফুলতলী (রহঃ) এর পীর ও মুর্শিদ জৈনপুরী ছিলছিলার প্রখ্যাত বুজুর্গ কুতুবুল আউলিয়া হাদিয়ে যামান শাহ্ সুফী আলহাজ্ব হযরত মাওলানা আবু ইউছুফ মোঃ ইয়াকুব ছাহেব বদরপুরী (রহঃ) এর ৫৭তম ইছালে সওয়াব মাহফিল ও আজিমুশ্বান জলসা গত ৩১জানুয়ারী রবিবার সকাল ১০টা থেকে সোমবার ফজর পর্যন্ত ঐতিহাসিক আলালপুর আলহাজ্ব আত্তর খান হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে অনুষ্টিত হয়। আজিমুশ্বান জলসায় সভাপত্বিত করেন ফুলতলী (রহঃ) এর বড় ছেলে মুর্শিদে বরহক আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। মাহফিলে বক্তাগন বলেন হযরত বদরপুরী (রহঃ) সমগ্র উপমহাদেশে ইসলামের খেদমত করেছেন। স্বীয় পীর ও মুর্শিদের নির্দেশে সেই খেদমতকে বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন। ত্বরিকতের বুজুর্গানের নির্দেশিত পথে ফুলতলি (রহঃ) এর লক্ষ লক্ষ অনুসারিগণ আজ সমগ্র বিশ্ব জুড়ে ইলমে কোরআন, ইলমে হাদিস ইলমে মাহরেফাতের খেদমত চালিযে যাচ্ছেন। এছাড়াও জলসায় বয়ান পেশ করেন, ফুলতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা নজমুদ্দিন চৌধুরী ফুলতলি, আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী, আল্লামা কমরুদ্দিন চৌধুরী ফুলতলী, আনজুমানে আল ইসলাহ বাংলাদেশের সভাপতি হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী, ড. আল্লামা সরকার কাফিলুদ্দিন ছালেহী, মাওলানা আব্দুশ শাকুর চৌধুরী ফুলতলী, ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক হযরত ড. আহমদ সাহান চৌধুরী ফুলতলী, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ আল্ল¬ামা আব্দুল ক্বাইয়ুম সিদ্দিকি, হযরত মাওলানা আব্দুল মোনাইম মন জালালী, মাওলানা আব্দুস সুবহান জিহাদি, মাওলানা লিয়াকত আলী খান, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান ভাদেশ্বরী প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফিজ মহসিন খাঁন, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ইছালে সওয়াব মাহফিলের সমন্বয়কারী মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ, তালামিযে ইসলামিয়া কেন্দ্রিয় সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা হাসান চৌধুরী গিলমান, মাওলানা ছমির উদ্দিন প্রমুখ। উল্লেখ্য হযরত বদরপুরী (রহঃ) এর খলিফা হাফিজ আপ্তাব (রহঃ) আজ থেকে ৫৭বছর পুর্বে তার পীর ও মুর্শিদের ওফাতের পর থেকে নিজ বাড়ীতে এই বরকতময় মাহফিল শুরু করেন।
কুলাউড়ায় বদরপুরী(রহঃ) এর ৫৭তম ইছালে সওয়াব মাহফিল অনুষ্টিত

Post a Comment

Previous Post Next Post