ভাষার মাসের প্রথম দিন আজ। এই দিনটি তে স্বরণ করি যারা আমাদের মায়ের ভাষায় কথা বলতে, অধিকার আদায় করতে নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছেন তাদের। ভাষার যুদ্ধে জয়ী হয়ে আমরা আজ সারা দুনিয়ায় পরিচিতি পেয়েছি; পেয়েছি এই ফেব্রুয়ারির তারিখ কে ঘিরেই আন্তর্জাতিক মাতৃ ভাষার মর্যাদা। এত মর্যাদার অধিকারী হয়েও কেন আজো আমরা ৬৪ বছর পরও সেই ভাষা সৈনিক দের কষ্টের ফসল বাংলাকে সর্বস্তরে ছড়িয়ে দিতে পারলাম না। আমরা সকল মুক্তিযুদ্ধ প্রজন্ম তাই সকল স্তরে বাংলাকে দাপ্তরিক ভাষা হিসেবে চাই। আর বাংলা ভাষা কে যেন বিকৃত না করি। ভাষা সৈনিকদের তালিকা হয়তো করা অনেক কষ্টসাধ্য ব্যাপার তবুও সরকারের উচিৎ হবে গবেশনা করে দেখা কি করে এই কাজটি করা যায়। বাংলা ভাষা সমৃদ্ধ হলে সমৃদ্ধ হবে আমাদের দেশ;আমাদের ইতিহাস। সালাম,রফিক,বরকত,জব্বার সহ চেনা অচেনা সকল ভাষা সংগ্রামী দের জানাই গভীর শ্রদ্ধা,যারা বেচে আছেন তাদেরকে যেন সঠিক মূল্যায়ন করে বুঝিয়ে দিতে পারি "তোমরাতো অনেক দিলে আমরা না হয় একটুই দিলাম"। ভাষার মাস অমর হউক,আন্তর্জাতিক মাতৃভাষা রক্তে লেখা ২১ ফেব্রুয়ারি অমর হউক।
-মোঃ আনিসুর রহমান চৌধুরী লিটু
সভাপতি-বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কল্যাণ পরিষদ,
সাংগঠনিক সম্পাদক-যুব সংগঠন,অরোরা ফাউন্ডেশন,
চেয়ারম্যান -বীরমুক্তিযোদ্ধা আত্তর আলী স্মৃতি সংসদ,কাদিপুর,কুলাউড়া,
আ-জীবন সদস্য -জালালাবাদ এসোসিয়েশন,
আ-জীবন সদস্য -মৌলভীবাজার জেলা সমিতি
আ-জীবন সদস্য-সিলেট বিভাগীয় চাকরীজীবি পরিষদ
-মোঃ আনিসুর রহমান চৌধুরী লিটু
সভাপতি-বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কল্যাণ পরিষদ,
সাংগঠনিক সম্পাদক-যুব সংগঠন,অরোরা ফাউন্ডেশন,
চেয়ারম্যান -বীরমুক্তিযোদ্ধা আত্তর আলী স্মৃতি সংসদ,কাদিপুর,কুলাউড়া,
আ-জীবন সদস্য -জালালাবাদ এসোসিয়েশন,
আ-জীবন সদস্য -মৌলভীবাজার জেলা সমিতি
আ-জীবন সদস্য-সিলেট বিভাগীয় চাকরীজীবি পরিষদ