কুলাউড়ায় মরহুম ফিরোজ খাঁন রৌপ্য এন্ড গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন

কুলাউড়ায় মরহুম ফিরোজ খাঁন রৌপ্য এন্ড গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন
স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের প্রগতিশীল স্পোর্টিং ক্লাবের আয়োজনে মরহুম ফিরোজ খাঁন মহালদার রৌপ্য এন্ড গোল্ড কাপ নকআউট ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি শুক্রবার রাতে প্রগতিশীল স্পোর্টিং ক্লাবের সভাপতি নুরুজ্জামান চৌধুরী রিপনের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আকমল হোসেন শুভ, বিশিষ্ট সমাজসেবক সুফিয়ান আহমেদ, কুলাউড়া সদর ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল জলিল, ইউপি সদস্য মো. ছালিক আহমদ, প্রবাসের প্রহরের বার্তা সস্পাদক ও সাপ্তাহিক মানবঠিকানার স্টাফ রিপোর্টার মাহফুজ শাকিল, ছাত্রনেতা আব্দুস শহীদ জুবের। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠক সাইফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রব কাজল, প্রবাসী কমিউনিটি নেতা মো. শিমুল খাঁন, কুলাউড়া ফুটবল একাডেমীর পরিচালক খন্দকার সাইফুর রহমান আফজল, প্রগতিশীল স্পোর্টিং ক্লাবের উপদেষ্ঠা আব্দুল্লাহ আল মামুন, আব্দুর নুর নুনু, সিনিয়র সহ-সভাপতি সুমন আহমদ, ইমরান খান তুহিন, সহ-সাধারণ সম্পাদক জুনেল আহমদ, কোষাধ্যক্ষ সায়েকুর রহমান রাজু, ক্রীড়া সস্পাদক ফজলে রাব্বী খান প্রমুখ। উদ্বোধনী খেলায় বি সি সি জুটি বরমচাল ২-০ সেটে জাহির জুটি জনতাবাজার কে পরাজিত করে। উল্লেখ্য, উক্ত টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করেছে।

Post a Comment

Previous Post Next Post