আইসিসি যুব বিশ্বকাপ; সেমিফাইনালে ভারত

আইসিসি যুব বিশ্বকাপ; সেমিফাইনালে ভারত
স্পোর্টস ডেস্কঃ আইসিসি টি-টোয়েন্টি যুব বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে নামিবিয়াকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে উঠল ভারত। শনিবার ফতুল্লায় খান সাহেব ওসমানি স্টেডিয়ামে নামিবিয়াকে ১৯৭ রানের বিশাল ব্যবধানে হারায় তারা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে রিশব পান্ডের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩৪৯ রান সংগ্রহ করে ভারত। এছাড়াও সরফরাজ খান (৭৬), আরমান জাফর (৬৪), আনমোলপ্রীত সিংহ (৪১) ও মাহিপাল লোমরোর (৪১*) রান করেন।জবাবে ব্যাট করতে নেমে ৩৯ ওভারে মাত্র ১৫২ রানে অলআউট হয নামিবিয়া। ডেভিন ৩৩, অধিনায়ক গ্রীন ২৭, লিন্ডে ২৫ ও ইটন ২২ রান করেন। বাকিরা ছিলেন যাওয়া আসার মিছিলে। কেউই ছুঁতে পারেনি দুই অংকের রান। ভারতের হয়ে মৈনাখ দগর ও অমলপ্রীত সিং ৩টি করে উইকেট নেন। ওয়াশিংটন সুন্দর দুটি, রাহুল বোথাম ও খলিল আহমেদ নেন একটি করে উইকেট।

Post a Comment

Previous Post Next Post