নিউজ ডেস্কঃ কুলাউড়া থানার এসআই জহিরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে পুলিশ এক অভিযান চালিয়ে ডাকাতি মামলার পলাতক আসামী ইদ্রিছকে রবিরবাজার এলাকা থেকে আটক করেছে। জানা যায়, কুলাউড়া থানার ডাকাতি মামলার পলাতক আসামী পৃথিমপাশা নিবাসী রইব উল্যার ছেলে ইদ্রিছ (২৫) কে গোপন সংবাদের ভিত্তিতে ৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার এক অভিযান চালিয়ে রবিরবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।