সিলেট লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মনসুরের সহায়তায় এগিয়ে আসুন

 সিলেট লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মনসুরের সহায়তায় এগিয়ে আসুন
লিডিং ইউনিভার্সিটি'র ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী মনসুর ব্রেইন টিউমারে আক্রান্ত। তার উন্নত চিকিৎসার জন্য এখন প্রয়োজন বেশ মোটা অংকের টাকা, যা তাঁর পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। মেধাবী শিক্ষার্থী মনসুরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজন আমাদের সকলের একটু সহযোগীতা। মনসুরের মেডিকেল রিপোর্ট নিয়ে শহরের কয়েকজন স্পেসালিস্ট চিকিৎসকদের কাছে দ্বারস্থ হলে তাঁদের সকলেরই মতামত যত দ্রুত সম্ভব তার চিকিৎসার ব্যবস্থা করা। মূলত এই রোগের চিকিৎসা সিলেটে সম্ভব নয়।উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা দেশের বাইরে গিয়ে চিকিৎসার প্রয়োজন । আর তার জন্যে দরকার প্রায় ১০ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা। মনসুরের বাবা বলেন, "আমি অবসর প্রাপ্ত বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক। সন্তানকে মানুষ করার লক্ষে ভর্তি করি লিডিং ইউনিভার্সিটিতে। বিগত দিনগুলিতে তার ভাল ফলাফলের জন্য বিনা বেতনে পড়ালেখার সুযোগ পায় আমার ছেলে। কিন্তু সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে উঠে যখন তার মাথায় টিউমার ধরা পড়ে।এরপর প্রায় ১বছর চিকিৎসা করে কোন উপকারে আসে নাই। যা টাকা ছিল তা শেষ হয়ে গেছে চিকিৎসা করতে গিয়ে। আজ আমি অসহায়। চিকিৎসার অভাবে মারা যেতে পারে আমার ছেলে। এখন আমি মহান আল্লাহর উপর ভরসা করে আছি।" ইতিমধ্যে লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব মনসুরের চিকিৎসার জন্য ফান্ড গঠন করে মনসুরের পরিবারকে সহায়তার জন্য চেষ্টা করে চলেছে। লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মিথুন বলেন,মনসুর একজন মেধাবী শিক্ষার্থী আর আজ সে গুরুতর অসুস্থ।তার চিকিৎসার জন্যে ফান্ড গঠন করে এতো টাকা আমাদের একার পক্ষে ব্যবস্থা করা কঠিন এবং সময় সাপেক্ষ। মনসুরের শারীরিক অবস্থা এখন এমন একটা পর্যায়ে আছে, যেখানে সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই সমাজের মহান ব্যক্তি গণ এগিয়ে আসলে খুব তাড়াতাড়ি মনসুর সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। এছাড়া লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব সকল ছাত্র-ছাত্রীদের মনসুরের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছে। আমাদের সামান্যতম প্রচেষ্টায় মনসুর ফিরে পেতে পারে তার নতুন জীবন। তাই আসুন আমরা সবাই মিলে তার পাশে দাঁড়াই।

যেকোন প্রয়োজনে:
ইমতি: ০১৬৭৪৭১৪০৫৬
ত্রিদিব: ০১৭১৭৬৮৩১০০
মুবিন: ০১৬১৮৬০২২২২

Post a Comment

Previous Post Next Post