স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় স্থানীয় এনজিও সংস্থার পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে এবং প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর সহযোগীতায় সমাজের অসহায়, দরিদ্র প্রতিবন্ধি, স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ফ্রি মশারী বিতরন ও ৪র্থ এনজিও দিবস ১৯শে ফেব্রুয়ারী শুক্রবার পালন করা হয়। কুলাউড়ার ব্রাহ্মণবাজারের শ্রীপুর বাজার এলাকায় পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের কার্যালয় প্রাঙ্গনে সকাল ১১ টায় নির্বাহী পরিচালক বদরুল হোসেন খানের সভাপতিত্বে ফ্রি মশারী বিতরন ও চতুর্থ এনজিও দিবস পালন উপলক্ষে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সেক্রেটারী ও কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সালাম খান হাফিজিয়া মাদ্রাসার সুপার ফয়জুর রহমান, পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের ম্যানেজার মোঃ নুরুল ইসলাম রমজান, প্রোগ্রাম অফিসার সুজিত দেবনাথ, অফিস সহকারী অর্পণা দেবনাথ, পশ্চিম জালালাবাদ স্কুলের শিক্ষিকা আবিদা সুলতানা। পরে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ শতাধিক দরিদ্র প্রতিবন্ধি ও স্কুলের শিক্ষার্থী মধ্যে ফ্রি মশারী বিতরন করা হয়।
