এম শাহবান রশীদ চৌধুরী: কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একে এম শফি আহমদ সলমানকে দলীয় শৃংখলা ও স্বার্থ পরিপন্থি কার্যকলাপের প্রেক্ষিতে শনিবার(৬ফেব্র“য়ারি)পদ থেকে অব্যাহতিসহ অস্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি এবং সাধারণ সম্পাদক নেছার আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় গত শুক্রবার কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্টানকালে মৌলভীবাজার জেলা যুবলীগ সভাপতি ও মৌলভীবাজার পৌরসভার নব-নির্বাচিত মেয়র মোঃ ফজলুর রহমান ও সাধারন সম্পাদক নাহিদ আহমদসহ কুলাউড়া উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ সর্বস্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,জেলা আওয়ামীলীগের সদস্য ও ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুকে প্রাণনাশের উদ্দেশ্যে হামলার প্রেক্ষিতে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একে এম শফি আহমদ সলমানকে দলের সকল পদ থেকে অব্যাহতিসহ অস্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বরাবরে চিঠি প্রেরণ করা হয়েছে।