এম শাহবান রশীদ চৌধুরী: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বড়লেখা পয়লোয়ান বাড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির( ইউ এস)এর উদ্যাগে ৪নং জয়চন্ডি ইউনিয়নের ১নং ওয়ার্ড গৌরীশংকরের যুক্তরাজ্য প্রবাসী মুনিমুর রহমান বাবরএর বাড়ীতে গরীব অসহায় পরিবারের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। ফরিদ খান’র সভাপতিত্বে ও সংলাপ পত্রিকার কলেজ প্রতিনিধি জাহেদ আহমদের পরিচালনায় উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন । এসময় অতিথি হিসাবে উপস্থিত থেকে গরিব অসহায়দের মধ্যে শীত বস্ত্র বিতরন করেন ছুরুক মিয়া, তজমুল আলী মোঃ ফজিলত মিয়া, মনজুরুল ইসলাম,মোঃ আবুল ও খালেদ হোসেন প্রমুখ।