রাবি শিক্ষককে পেটালো হিজড়ারা !

রাবি শিক্ষককে পেটালো হিজড়ারা !
নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষকে বেধড়ক পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে হিজড়াদের একটি দল। বৃহস্পতিবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন অক্ট্রয়মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষক কামাল হোসেন পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রির্সোস বিভাগের সহকারী অধ্যাপক। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনজন হিজড়াকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দেড়টার দিকে রাবি শিক্ষক কামাল হোসেন স্ত্রী-সন্তানসহ নগরীর অক্টয়মোড় এলাকা দিয়ে বাসায় ফিরছিলেন। এসময় হিজড়াদের ভ্রাম্যমাণ একটি দল তাদের পথরোধ করে। তারা শিক্ষক কামাল হোসেনের সন্তানকে নিয়ে নাচানাচি করে টাকা দাবি করে। কিন্তু শিক্ষকের কাছ থেকে চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে তারা তার সন্তানকে নিয়ে যেতে উদ্যত হয়। কামাল হোসেন বাধা দিতে গেলে হিজড়ারা তাকে বেধড়ক মারপিট করে। এতে তিনি ঘাড় ও বাম হাতে গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শিক্ষক কামাল হোসেনের স্ত্রী নীলা খাতুন বলেন, হিজড়ারা টাকা চাইলে আমরা ১শ টাকা দেই। কিন্তু তারপরও তারা আমার বাচ্চাকে কেড়ে নিয়ে যাচ্ছিল। আমার স্বামী বাধা দিতে গেলে তারা মেরে গুরুতর আহত করেছে। এ ঘটনার পর হিজড়া দলের তিন সদস্যকে আটক করেছে মতিহার থানা পুলিশ।


মতিহার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অশোক চৌহান বলেন, আমরা ওই হিজরাদের আটক করেছি। আর বিষয়টি খুব তাড়াতাড়ি খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post