কুলাউড়ার চাতলগাঁওয়ে হযরত শাহ জালাল (রঃ) এর স্মরণে দুদিন ব্যাপী ৩১তম বাৎসরিক উরুস

কুলাউড়ার চাতলগাঁওয়ে হযরত শাহ জালাল (রঃ) এর স্মরণে দুদিন ব্যাপী ৩১তম বাৎসরিক উরুস
মোহাইমিন ইসলাম মাহিনঃ কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের উত্তর চাতলগাঁওয়ে হযরত শাহ জালাল (রঃ) এর স্মরণে দুদিন ব্যাপী ৩১ তম বাৎসরিক উরুস মাহফিল ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার থেকে নূর জালাল পীর’র বাড়িতে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান কর্মসূচীর মধ্যে রয়েছে মঙ্গলবার সকাল ৬টা থেকে খতমে ক্বোরআন, বিকাল ৪টা থেকে ইসলামিক আলোচনা ও মিলাদ মাহফিল, রাত ৯টা থেকে পরদিন ফজর পর্যন্ত উরুস মোবারক। পরদিন বুধবার বিকাল ৪টা থেকে ইসলামিক আলোচনা ও মিলাদ, রাত ৯টা থেকে বাদ ফজর পর্যন্ত উরুস মোবারক, আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ। উরুস পরিচালনা কমিটির পক্ষে থেকে আশেকানদের উক্ত উরুস মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post