রিও অলিম্পিকে থাকছেন না মেসি

রিও অলিম্পিকে থাকছেন না মেসি
স্পোর্টস ডেস্কঃ চলতি বছরে ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া রিও ডি জেনেরিও’র অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে খেলছেন না ফুটবলের বর্তমান সময়ের জাদুকর লিওনেল মেসি। তবে, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকায় থাকবেন তিনি। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিল আর্জেন্টিনা। সেবার অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছিলেন মেসি। তবে এবার আর তাকে রাখা হচ্ছে না দলে। মূলত অতিরিক্ত চাপ থেকে মুক্তি দেয়ার জন্যই এলএম টেনকে বাদ দিয়ে আর্জেন্টিনার অলিম্পিক দল গড়ছেন আর্জেন্টিনার কোচ জেরাড মার্টিনো। অলিম্পিকের পাশাপাশি এ বছর আর্জেন্টিনাকে খেলতে হবে কোপা আমেরিকার বিশেষ আসরে। সেইসঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের নিয়মিত ম্যাচগুলো তো আছেই। ফলে অতিরিক্ত চাপ থেকে মুক্তি দেয়ার জন্যই মেসিকে অলিম্পিক মিশনে অন্তর্ভুক্ত করেননি মার্টিনো। লিওনেল মেসি অলিম্পিকে না খেললেও তার বার্সেলোনা সতীর্থ নেইমার থাকবেন ব্রাজিলের অলিম্পিক স্বর্ণপদক জয়ের মিশনে।

Post a Comment

Previous Post Next Post