কুলাউড়ায় প্রাথমিক শিক্ষা মেলা অনুষ্ঠিত

কুলাউড়ায় প্রাথমিক শিক্ষা মেলা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় ‘মান সম্মত শিক্ষা জাতির প্রতিজ্ঞা’ শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত শিক্ষা উপকরণ মেলা ৮ ফেব্রুয়ারী সোমবার অনুষ্ঠিত হয়। কুলাউড়া রাবেয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন স্কুল নিয়ে ক্লাস্টার স্টলের শিক্ষা উপকরন মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। কুলাউড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শরীফ উল ইসলাম এর সভাপতিত্বে ও বরমচাল সরকারী প্রাঃবিঃ এর প্রধান শিক্ষক মিলন চন্দ্র নাথের পরিচালনায় শিক্ষা উপকরন মেলায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকতা তাহসিনা বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, উপজেলা রিসোর্স সেন্টারের মোঃ আতিকুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মামুনুর রহমান, মোঃ মাসুদুর রহমান ও মোহাম্মদ মুহী উদ্দিন, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, রাবেয়া সরকারী প্রাঃবিঃ প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম ও বিএইচ সরকারী প্রাঃ বিঃ এর প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম প্রমুখ। দ্বিতীয় পর্বে কুলাউড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শরীফ উল ইসলামের সভাপতিত্বে শিক্ষা উপকরণ মেলার সমাপনি পুরস্কার বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আহসান ও মনিটরিং অফিসার সোহেল মোল্লা প্রমুখ। অনুষ্টানে মেলায় অংশগ্রহনকারী বিভিন্ন স্কুলের ক্লাস্টার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম। প্রথমপর্বে মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান ও দ্বিতীয় পর্বে জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামসহ অতিথি বৃন্দ মেলার বিভিন্ন শিক্ষা উপকরন স্টল পরিদর্শন করেন। এ ছাড়া মেলায় প্রাথমিক শিক্ষক- শিক্ষিকাদের নিয়ে গঠিত সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী আনন্দ লোক অনুষ্টান বিভিন্ন গান পরিবেশন করেন।

Post a Comment

Previous Post Next Post