ড. আর এ গণির দাফন সম্পন্ন

ড. আর এ গণির দাফন সম্পন্ন
নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণির মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা ধানমণ্ডির ঈদগাহ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে দুপুর আড়াইটায় মরদেহ নেয়া হয় নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে। সেখানে জানাজার পর মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তৃতীয় জানাজা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণির লাশ বনানী কবরস্থানে দাফন করা হয়। এদিকে, সকাল সাড়ে ৯টায় মরহুমের লাশ হাসপাতাল থেকে ধানমণ্ডির বাসভবনে নেয়া হয়। সেখানে মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Post a Comment

Previous Post Next Post