নিউজ ডেস্কঃ ভারতের নয়া দিল্লীতে তীব্র শৈত্য প্রবাহ এবং ঠাণ্ডাজনিত সমস্যায় গত তিন দিনে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। গত এক মাসে প্রচণ্ড শীতে মৃত্যুর সংখ্যা বেড়ে প্রায় ১শ' ২০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় মানবাধিকার সংস্থা। নিহতের মধ্যে প্রায় ৮০ শতাংশই গৃহহীন। শীত বস্ত্রের অভাবেও অনেকে মারা গেছেন বলে এসময় জানায় তারা। সোমবার, দিল্লীর কাশ্মীর ঘাট, সিভিল লাইনসহ আরও বেশ কয়েকটি এলাকা থেকে ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। যাদের সবাই গৃহহীন বলে জানিয়েছে পুলিশ। দিল্লী ছাড়াও ভারতের উত্তরখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরেও ঘন কুয়াশার পাশাপাশি অব্যাহত রয়েছে তীব্র শৈত্যপ্রবাহ। ফলে ব্যাহত হচ্ছে সেখানকার জনজীবন। উত্তর পশ্চিমাঞ্চলীয় বায়ুর প্রভাবে আগামী সপ্তাহেও ভারতের উত্তরাঞ্চল জুড়ে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।