পাঞ্জাবের বিমান বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, ২ সেনাসহ নিহত ৬

পাঞ্জাবের বিমান বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, ২ সেনাসহ নিহত ৬
নিউজ ডেস্কঃ ভারতের পাঞ্জাবের উত্তরাঞ্চলীয় পাথানকটে বিমান বাহিনীর একটি ঘাঁটিতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। অপরদিকে সেনাদের গুলিতে ৪ সন্ত্রাসী নিহত হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে তিনটার দিকে সন্ত্রাসীরা হামলা চালায় বলে এনডিটিভি জানিয়েছে। এ সময় দুই সেনা সদস্য নিহত হন। জানা গেছে, পাঞ্জাব প্রদেশের পাথানকোট ঘাঁটিতে ওই হামলায় চার-পাঁচজন সন্ত্রাসী অংশ নেয়। সেনাদের পোশাক পরিহিত জঙ্গিরা একটি পুলিশের গাড়ি নিয়ে ঘাঁটিতে প্রবেশ করে। হামলার মাত্র একদিন আগেই পুলিশের ওই গাড়িটি ছিনতাই করা হয়েছিল। এসময় সন্ত্রাসীদের গুলিতে দুই সেনা সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হন। অপরদিকে বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনায় ৪ সন্ত্রাসী নিহত হয়। তবে যেখানে মিগ-২৯ ফাইটার জেট রাখা হয় সে স্থানটি নিরাপদ রয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিমান বাহিনীর এক কর্মকর্তা।

Post a Comment

Previous Post Next Post