নিউজ ডেস্কঃ গতকাল ভুকশিমইল ইউনাইটেড ফোরাম কাতার কর্তৃক আয়োজিত সাধারণ সভা ২০ জনের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। উক্ত সভায় কোরানুল কারিম থেকে তিলাওয়াত করেন ফোরামের কোষাধ্যক্ষ সালাউদ্দিন এবং সেক্রেটারি হানিফ খানের পরিচালনায় মু মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুবেল আহমদ, সালাউদ্দিন,শাহীন আহমদ প্রমুখ। বক্তারা বলেন প্রতিমাসের শেষ শুক্রবারে একটি প্রোগ্রাম থাকবে আর সেই প্রোগ্রামে কাতার অবস্থান রত ভূকশিমইলের সকলকে উপস্থিত করে ফোরামের কার্যক্রমকে সকলের সহযোগিতায় এগিয়ে নেওয়ার আহবান করা হয়। উল্লেখ্য - গত ২৭নভেম্বর ১৫ ইংরেজি রোজ শুক্রবার দশ সদস্য বিশিষ্ট কাতারে ভূকশিমইল ইউনাইটেড ফোরাম নামে একটি কমিটি গঠন করা হয়। # বিজ্ঞপ্তি
