স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় শুক্রবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব ও শিশু বরণ অনুষ্ঠিত হয়। শিক্ষা অফিস সুত্র জানায়, কুলাউড়ার প্রাথমিক স্তরের ১৯৩টি বিদ্যালয় ও বিভিন্ন বেসরকারি সংস্থা পরিচালিত স্কুল এবং কিন্ডার গার্টেনের প্রায় ৬০ হাজারের বেশি শিক্ষার্থীর হাতে ৩লাখ ১৫হাজার ২৭টি বই তুলে দেয়া হয়েছে। মাধ্যমিক স্তরের ৬০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১লাখ ৮০হাজার ও ইবতেদায়িসহ ৩২টি মাদ্রাসার শিক্ষার্থীদের ১লাখ ২৫হাজার নতুন বই তুলে দেয়া হয়েছে।



