মান্না স্মরণে জাঁকজমক অনুষ্ঠান ‘মান্না উৎসব ২০১৬ : ড্রিমস অব মান্না’

মান্না স্মরণে জাঁকজমক অনুষ্ঠান  ‘মান্না উৎসব ২০১৬ : ড্রিমস অব মান্না’
বিনোদন ডেস্কঃ অমর নায়ক মান্না স্মরণে অনুষ্ঠিত হল জাঁকজমক অনুষ্ঠান ‘মান্না উৎসব ২০১৬ : ড্রিমস অব মান্না’। বাংলাদেশ শিশু একাডেমির উন্মুক্ত মঞ্চে শুক্রবার (১ জানুয়ারি) সন্ধ্যায় এর আয়োজন করে মান্না ফাউন্ডেশন ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। উৎসবের অন্যতম আকর্ষণ চলচ্চিত্র ও সংগীত তারকাদের অংশগ্রহণে ছিলো নাচ-গানে ব্যপক অংশগ্রহন। মান্না অভিনীত জনপ্রিয় কয়েকটি ছবির গানের অংশবিশেষের তালে নেচেছেন অমিত হাসান ও পপি। জায়েদ খান ও আইরিনের নেচেছেন মান্নার প্রিয় ইংরেজি গান টম ক্রুজ অভিনীত ‘টপ গান’ (১৯৮৬) ছবির ‘টেক মাই ব্রেদ অ্যাওয়ে’র তালে। গানটি গেয়েছেন ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত মেহরাব। মনির খান পরিবেশন করেন ‘খোদা শোনো আমার ফরিয়াদ’। ‘ঈশ্বর আল্লাহ বিধাতা জানে’ গানের সঙ্গে নেচেছেন সায়মন ও শিরিন শিলা। ‘অন্তরঙ্গ’ জুটি ইমন ও আলিশা প্রধান নেচেছেন ‘এই হৃদয়ের সাদা কাগজে’ গানের সঙ্গে। ফ্যাশন শো ছিলো বুলবুল টুম্পার কোরিওগ্রাফিতে। আমিন খান নেচেছেন ‘আম্মাজান’ গানের তালে। কলকাতা থেকে অভিরূপ ও দেবলীনা পরিবেশন করেন উচ্চাঙ্গ নৃত্য। এরপর ‘লুটতরাজ’ ছবির ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’ গানের তালে নেচেছেন তারকা দম্পতি ওমর সানি-মৌসুমী।তারকাদের পরিবেশনার আগে ছয়জন গুণী শিল্পীকে দেওয়া হয় মান্না স্মৃতিপদক। তারা হলেন- চাষী নজরূল ইসলাম (মরণোত্তর), রাজ্জাক,  আনোয়ারা, শবনম, কাজী হায়াৎ ও সুচন্দা। প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জনপ্রিয় দুই অভিনেতা রিয়াজ ও ফেরদৌস।

Post a Comment

Previous Post Next Post