ফিরেছেন মেসি; হ্যামস্ট্রিং চোটের কারণে দলে নেই নেইমার

ফিরেছেন মেসি; হ্যামস্ট্রিং চোটের কারণে দলে নেই নেইমার
স্পোর্টস ডেস্কঃ আজ (শনিবার) রাত ৯টায় লা লিগার ম্যাচে মালাগার বিপক্ষে মাঠে নামছে স্প্যানিস জায়ান্ট বার্সেলোনা। আজ জিততে পারলেই অ্যাথলেটিকো মাদ্রিদকে পেছনে ফেলে লিগের শীর্ষে উঠবে কাতালানরা। কিন্তু আজকের ম্যাচে মেসিকে পেলেও নেইমারকে হারাচ্ছে বার্সেলোনা। কিন্তু এই ম্যাচে আগের ম্যাচে চোটের কারণে খেলতে না পারা বার্সার প্রাণভোমরা মেসির মাঠে নামা নিশ্চিত হলেও সাইডলাইনে থাকতে হবে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে। হ্যামস্ট্রিং চোটের কারণে কোচ লুইস এনরিকে নেইমারকে দলে পাচ্ছেন না। মালাগার বিপক্ষে লা লিগা ম্যাচের আগে শুক্রবার অনুশীলনের সময় হ্যামস্ট্রিং চোটে পড়েন ব্রাজিল অধিনায়ক নেইমার। চলতি মৌসুমে মাত্র দুটি বাদে সব লিগ ম্যাচই খেলেছেন তিনি। গোল করেছেন ১৭টি। অন্যদিকে নিষেধাজ্ঞা থাকায় ডিফেন্ডার জেরার্ড পিকে খেলছেন না। জর্ডি আলবা এবং রাফিনহাও চোঁট নিয়ে মাঠের বাইরে অবস্থান করছেন। লা লিগায় বার্সেলোনা ১৯ ম্যাচ খেলে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে। এক ম্যাচ বেশি খেলে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। টেবিলের শীর্ষে পৌঁছুতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই কাতালানদের সামনে। সূত্র: গোল ডটকম

Post a Comment

Previous Post Next Post