চাকুরী জাতীয়করণের জন্য আন্দোলনে যাচ্ছে কমিউনিটি ক্লিনিকের কর্মচারীরা

চাকুরী জাতীয়করণের জন্য আন্দোলনে যাচ্ছে কমিউনিটি ক্লিনিকের কর্মচারীরা
নিউজ ডেস্কঃ বিগত ৪ বছর ধরে একই বেতন-ভাতায় চাকুরী করা দেশের ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের কর্মচারীরা চাকুরী জাতীয়করণের জন্য আন্দোলন করার প্রস্তুতি গ্রহণ করছে। জানা যায়, দেশে প্রায় ১৪ হাজার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) ২০১১ সাল অক্টোবর মাসে কমিউনিটি ক্লিনিক প্রকল্পে যোগদান করে। ৩০ জুন ২০১৪ইং তারিখে কমিউনিটি ক্লিনিকের মেয়াদ শেষ হলে ৩০ জুন ২০১৬ইং তারিখ পর্যন্ত কমিউনিটি বেইজড হেলথ কেয়ার অপারেশন প্লানে সংযুক্ত করে। এই বিগত ৪ বছরে কমিউনিটি ক্লিনিকের কর্মচারীদের কোন বেতন-ভাতা বৃদ্ধি পায়নি। এমনকি ১৪ হাজার কর্মচারী শিক্ষা সহায়ক ভাতা থেকে বঞ্চিত হচ্ছে। সরকারের সকল সুযোগ সুবিধা গ্রহণ করা ও চাকুরী রাজস্বখাতে স্থানান্তর করার লক্ষ্যে আগামী ২৪ জানুয়ারী ঢাকায় একটি হোটেলে আন্দোলন বাস্তবায়ন কমিটি ঘোষণা করতে যাচ্ছে ১৪ হাজার সিএইচসিপি। আন্দোলন বাস্তবায়ন কমিটির প্রধান দুই উপদেষ্টা মোঃ শহিদুল ইসলাম ও কামাল সরকার জানান, চাকুরী জাতীয়করণ না হওয়া পর্যন্ত মাঠ থেকে কোন সিএইচসিপি ঘরে ফিরে যাবে না। চাকুরী জাতীয়করনের আন্দোলন বাস্তবায়ন কমিটি অতি শ্রীঘ্রই কর্মসূচি ঘোষণা করবে।

Post a Comment

Previous Post Next Post