মৌলভীবাজারে বন্ধুর ছুরিকাঘাতে দশম শ্রেনির ছাত্র খুন

মৌলভীবাজারে বন্ধুর ছুরিকাঘাতে দশম শ্রেনির ছাত্র খুন
নিউজ ডেস্কঃ মৌলভীবাজারে বন্ধুর ছুরিকাঘাতে নাদিম নামে দশম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছেন। শনিবার রাতে স্থানীয় শাহ মোস্তফা সড়কে এ ঘটনাটি ঘটে। নাদিম শহরের বেরিরচড় এলাকার বাসিন্দা বলে পুলিশ জানায়। জানা যায়, সন্ধ্যার পর শাহ মোস্তফা সড়কে নাদিম ও ইমনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ইমন ছুরি দিয়ে তাকে বুকে আঘাত করে। এতে গুরুতর আহত হয় নাদিম। তাকে স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কমর্কতা (ওসি) আব্দুছ সালেক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় কাউকে আটক করা যায়নি।

Post a Comment

Previous Post Next Post