স্পোর্টস ডেস্কঃ প্রথম স্পেলে ৬ ওভার বল করে ১ রানের বিনিময়ে প্রোটিয়াদের ৫ ব্যাটসম্যানকে তুলে নিয়েছিলেন ইংলিশ পেসার স্টুয়াট ব্রড। এর পর ৮৩ রানেই গুটিয়ে যায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে স্টুয়ার্ট ব্রডের রেকর্ডময় বোলিংয়ে ৭ উইকেটের জয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে নিয়েছে সফরকারী ইংল্যান্ড। ৭ উইকেটের এই জয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে এক ম্যাচ বাকি থাকতে চার ম্যাচের টেস্ট সিরিজ জয়ও নিশ্চিত করেছে ইংল্যান্ড। প্রোটিয়ারা ৮৩-তে গুটিয়ে যাওয়ায় জয়ের জন্য মাত্র ৭৪ রানই করতে হতো ইংল্যান্ডের। ৩ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় অ্যালিস্টার কুকের ইংল্যান্ড। জোহানেসবার্গে গতকাল আগুনই ঝরিয়েছেন পেসাররা। ৫ উইকেটে ২৮৩ রান নিয়ে খেলতে নেমে গতকাল তৃতীয় দিন লাঞ্চের আগেই ইংল্যান্ড অলআউট ৩২৩ রানে। প্রথম ইনিংসে প্রোটিয়ারা ৩১৩ করায় ইংল্যান্ডের লিড ১০ রানের। কাগিসো রাবাদা ৭৮ রানে ৫ আর মরনে মরকেল নেন ৭৬ রানে ৩ উইকেট। আগের দিনের সেঞ্চুরিয়ান জো রুট ফেরেন ১১০ করে। জনি বেয়ারস্টো (৪৫) ছাড়া টেল এন্ডাররা করতে পারেননি তেমন কিছু। জবাবে ১৬ রানে লাঞ্চে গিয়ে বড় লিডের অঙ্কই কষছিল এবি ডি ভিলিয়ার্সের দল। লাঞ্চের পরই ব্রডের সেই আগুনে স্পেল। একে একে ফেরান ডিন এলগার (১৫), ফন জিল (১১), হাশিম আমলা (৫), এবি ডি ভিলিয়ার্স (০) ও টেম্বা বাভুমাকে (০)। এরপর ৩৪তম ওভারে ফাফ দু প্লেসিসকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দেন ৮৩ রানে।
দক্ষিণ আফ্রিকা : ৩১৩ ও ৩৩.১ ওভারে ৮৩ (রাবাদা ১৬; ব্রড ৬/১৭)। ইংল্যান্ড : ৭৬.১ ওভারে ৩২৩ (রুট ১১০ ; রাবাদা ৫/৭৮) ও ২২.৪ ওভারে ৭৭/৩ (কুক ৪৩; এলগার ২/১৩)। ফল : ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী।
প্রসঙ্গত, এ ম্যাচে ব্রডের বোলিং ফিগার ছিলো, ১২.১-৬-১৭-৬। তাতে ভেঙেছেন ইংলিশ কিংবদন্তি বব উইলিসের ৩২৫ টেস্ট উইকেটের রেকর্ডও। ব্রড এ নিয়ে তার ক্যারিয়ারে ৭ বার ৫ উইকেটের বোলিং স্পেল করলেন। উইলিসের সমান ঠিক ৯০তম ম্যাচে ব্রডের উইকেট এখন ইংল্যান্ডের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৩৩০টি। সামনে কেবল জেমস অ্যান্ডারসন (৪২৯) ও ইয়ান বোথাম (৩৮৩)। সূত্র: ক্রিকইনফো
দক্ষিণ আফ্রিকা : ৩১৩ ও ৩৩.১ ওভারে ৮৩ (রাবাদা ১৬; ব্রড ৬/১৭)। ইংল্যান্ড : ৭৬.১ ওভারে ৩২৩ (রুট ১১০ ; রাবাদা ৫/৭৮) ও ২২.৪ ওভারে ৭৭/৩ (কুক ৪৩; এলগার ২/১৩)। ফল : ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী।
প্রসঙ্গত, এ ম্যাচে ব্রডের বোলিং ফিগার ছিলো, ১২.১-৬-১৭-৬। তাতে ভেঙেছেন ইংলিশ কিংবদন্তি বব উইলিসের ৩২৫ টেস্ট উইকেটের রেকর্ডও। ব্রড এ নিয়ে তার ক্যারিয়ারে ৭ বার ৫ উইকেটের বোলিং স্পেল করলেন। উইলিসের সমান ঠিক ৯০তম ম্যাচে ব্রডের উইকেট এখন ইংল্যান্ডের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৩৩০টি। সামনে কেবল জেমস অ্যান্ডারসন (৪২৯) ও ইয়ান বোথাম (৩৮৩)। সূত্র: ক্রিকইনফো
