স্টাফ রিপোর্টারঃ গত ২৩ জানুয়ারী (শনিবার) রাত ০৮:৩২ মিনিটের সময় ভোগতেরা কমিউনিটি ক্লিনিকে ৩১০ নাম্বার স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়। সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের কটুখালীপাড় গ্রামের মোস্তফা উদ্দিন এর স্ত্রী মরিয়ম আক্তার একটি ফুটফুটে ছেলে শিশুর জন্ম দেন। উক্ত স্বাভাবিক প্রসব সফলভাবে সপন্ন করেন প্রাইভেট সিএসবিএ লিপা খানম তাকে সহায়তা করেন সিএইচভি জামিরুন বেগম ও সার্বিক ভাবে তত্ত্বাবধানে ছিলেন ভোগতেরা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি হানিফুল ইসলাম। মা ও নবজাতক শিশু সুস্থ আছে।