'জিম্বাবুয়ে সিরিজ থেকে টাইগাররা ধরতে পেরেছে নিজেদের ভুলগুলো'

'জিম্বাবুয়ে সিরিজ থেকে টাইগাররা ধরতে পেরেছে নিজেদের ভুলগুলো'
স্পোর্টস ডেস্কঃ ওয়ার্ল্ড টি-টোয়েন্টির জন্য দল নিয়ে পরীক্ষা করায় ভারসাম্যের কিছুটা ঘাটতি ছিলো। তাই জিম্বাবুয়ে সিরিজের পরের দুই ম্যাচ হেরেছে বাংলাদেশ। সিরিজ শেষে দল নিয়ে এমন মূল্যায়ন করেছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ।  এই সিরিজ দিয়েই যাচাই করা গেছে অনেক তরুণের সামর্থ্য। আর প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হলেও, প্রয়োজনে এশিয়া কাপ ও টি-টোয়েন্টির দলে যোগ হতে পারেন ডাক না পাওয়া সদস্যরা। এশিয়া কাপ আর ওয়ার্ল্ড টি-টোয়েন্টির মেগা ইভেন্টের আগে জিম্বাবুয়ে সিরিজ ছিলো বাংলাদেশের প্রস্তুতির বড় মঞ্চ। ওডিআই ক্রিকেট স্বচ্ছন্দ বাংলাদেশ যে ক্রিকেটের ছোট্ট ফরম্যাটে একই ভাবে পারদর্শী নয় তার বড় প্রমাণ শেষ দুই ম্যাচে হার। তবে প্রধান নির্বাচক ফারুক আহমেদ মনে করছেন জিম্বাবুয়ে সিরিজ থেকে টাইগাররা ধরতে পেরেছে নিজেদের ভুলগুলো। এখান থেকেও বের করার আছে ইতিবাচক অনেক কিছু। শেষ দুই টি-টোয়েন্টিতে দল নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে টিম ম্যানেজম্যেন্ট। এতে করে টিম কম্বিনেশনে ভারসাম্য কিছুটা নষ্ট হয়েছে বলেই হারতে হয়েছে ম্যাচগুলো। দলের বোলিংও ছিলো না সন্তোষজনক। তবে রনি, সোহান অথবা মুক্তার আলীদের মতো তরুণদের সামর্থ্য যাচাইয়ে কাজে লেগেছে এই সিরিজ, মনে করেন ফারুক আহমেদ। এশিয়া কাপ আর ওয়ার্ল্ড টি-টোয়েন্টির জন্য ঘোষিত প্রাথমিক সদস্যের দলে নেই এনামুল হক বিজয়, রুবেল হোসেন, জুবায়ের লিখনের মতো ক্রিকেটাররা। তবে দলের প্রয়োজনে তাদের ডাকা হতে পারে যেকোন সময়। জিম্বাবুয়ে সিরিজের পরের দুই ম্যাচের ছন্দপতনে কি আত্মবিশ্বাস হারাবে টিম বাংলাদেশ? প্রধান নির্বাচক অবশ্য এমনটা মনে করেননা।

Post a Comment

Previous Post Next Post