৩ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে ব্রুনাই

৩ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে ব্রুনাই
নিউজ ডেস্কঃ শিগগির বাংলাদেশ থেকে ৩ হাজার দক্ষ ও অদক্ষ শ্রমিক নিয়োগ করবে ব্রুনাই।  রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ জানুয়ারি রাজধানীর বনানীস্থ ব্রুনাই বৈদেশিক কার্যালয়ে ব্রুনাইয়ের জেবিএস এপ্লয়েমেন্ট এজেন্সির সঙ্গে বাংলাদেশের রহমান ওভারসিজের এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন, ব্রুনাইয়ের জেবিএস এপ্লয়েমেন্ট এজেন্সির ম্যনেজিং ডিরেক্টর হাজী সালবিয়া বিনতে হাজী এওয়াং এবং বাংলাদেশের রহমান ওভারসিজের স্বত্বাধিকারী এসএম জিল্লুর রহমান। এই নিয়োগ প্রক্রিয়া চলবে ব্রুনাইয়ের সিইএ এসডিএন বিএইচডি’র অধীনে।

Post a Comment

Previous Post Next Post