স্পোর্টস ডেস্কঃ লা লিগায় পৃথক ম্যাচে রাতে মাঠ নামছে দুই স্প্যানিস জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। পাশাপাশি রাত সাড়ে ১১টায় পালমাসের বিপক্ষে লড়বে লা লিগার শীর্ষে থাকা দিয়েগো সিমিওনের অ্যাতলেটিকো মাদ্রিদ। রবিবার রাত ৯টায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে স্পোর্তিং গিজনের বিপক্ষে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ওঠার লক্ষ্যে মাঠে নামবে জিদানের শিষ্যরা। বর্তমানে রিয়াল মাদ্রিদ টেবিলের ৩ নম্বরে অবস্থান করছে। আজকের ম্যাচ জিততে পারলে ক্লাবটি একধাপ উপরে ওঠার সুযোগ তৈরি করবে। অন্যদিকে গুরুত্বপূর্ণ ম্যাচে রাত দেড়টায় ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে অ্যাতলেটিকো বিলবাওয়ের বিপেক্ষ লড়বে লুইস এনরিকের বার্সেলোনা। দুই লেগে এসপানিওলের বিপক্ষে ৬-২ ব্যবধানে এগিয়ে থেকে ইতোমধ্যেই লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কাতালানরা। লা লিগায় বার্সার বর্তমান অবস্থান দ্বিতয়। আজ জয় পেলে অ্যাতলেটিকো মাদ্রিদকে হটিয়ে শীর্ষে চলে যাবে এমএসএনরা। উল্লেখ্য, ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রিয়াল। আর এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে ২ নম্বরে বার্সা। তবে ১৯ ম্যাচে ৪৪ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে সিমিওনের অ্যাতলেটিকো মাদ্রিদ। সূত্র: গোল ডটকম
