বার্মিংহামে সড়ক দুর্ঘটনায় বাঙালী নিহত

বার্মিংহামে সড়ক দুর্ঘটনায় বাঙালী নিহত
ষ্টাফ রিপোর্টার: বার্মিংহামের ইয়ার্ডলীর পপলার রোডের প্রিমরোস এভিনিউয়ের বাসিন্দা মোঃ লিচু মিয়া ২৪ জানুয়ারী রোববার রাত ১টায় (শনিবার রাতে কাজ শেষে) রেষ্টুরেন্ট থেকে ঘরে ফেরার পথে মারাত্মক সড়ক দূর্ঘটনায় ঘঠনাস্থলেই নিহত হয়েছেন। (ইন্নালিল্লাহি........রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৩৫ বছর। তাঁর সন্তাসম্ভবা স্ত্রী ছাড়াও ৬ বছরের এক ছেলে এবং ৩ বছরের এক মেয়ে রয়েছে। মরহুমের দেশের বাড়ী সিলেটের জগন্নাথপুর উপজেলার বলবল গ্রামে। তাঁর বাবা জগন্নাথপুরের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান নেক্্রট সুপার ষ্টোরের স্বত্বাধিকারী মোঃ উস্তার মিয়া। জানা যায়,প্রতিদিনের নিয়মিত রুটিন অনুযায়ী মোঃ লিচু মিয়া তাঁর রেষ্টুরেন্টের অন্য তিনজন ষ্টাফসহ ২৩ জানুয়ারী শনিবার রাতে কাজ শেষে গাড়ী চালিয়ে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে জংশন A41 এ বিপরীতমুখ থেকে একটি প্রাইভেট গাড়ী একটি লরীকে ওভারটেক করে অপর লেনে থাকা মোঃ লিচু মিয়া‘র মিনিকোপারকে ( BK56 OUH) সরাসরি মুখোমুখি আঘাত করে। ড্রাইভিং এ থাকায় মারত্মক আহত হয়ে ঘঠনাস্থলে-ই মোঃ লিচু মিয়া‘র মৃত্যু ঘঠে। দুর্ঘটনায় অপর তিনজনও আহত হোন,এরমধ্যে একজনের অবস্থা আশংকাজনক। বন্ধু-বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে সদা হাস্যজ্জ্বোল মোঃ লিচু মিয়া‘র মৃত্যু সংবাদ শুনে স্বজনরা রোববার সকাল থেকেই তাঁর বার্মিংহামের স্টার্টফোর্ড রোডের পার্শ্ববর্তী ইয়ার্ডলীর পপলার রোডের প্রিমরোস এভিনিউয়ের বাসায় ভীড় করে সান্তনা দোবর চেষ্ঠা করছেন তাঁর স্ত্রী ও অসহায় সন্তানদের। ঘঠনাটি রোববারে ঘঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো লাশ হস্তান্তর না করায় জানাযার নামাজের সময় সূচি প্রদান করা সম্ভব হচ্ছে না বলে তাঁর ভায়েরা ভাই এমদাদুল কহ লাভলু জানিয়েছেন। তিনি জানান জানাযার নামাজের সময় সূচি নির্ধারিত হলে যথা সময়ে সকলকে জানানো হবে। ইতিমধ্যে মোঃ লিচু মিয়ার অন্যান্য ভাইয়েরা তাঁর বাসায় অবস্থান করছেন। তাঁর লাশ বাংলাদেশে না বার্মিংহামে দাফন করা হবে তা এখনো নিশ্চিত হয়নি। উল্লেখ্য মাত্র কিছু দিন পুর্বে মোঃ লিচু মিয়া বার্মিংহামের নিকটবর্তী টেলফোর্ডের নিউপোর্টের ২/৪ হাই স্ট্রীটে টেষ্ট অফ প্যারাডাইস নামে রেষ্টুরেন্ট ক্রয় করে ব্যবসা শুরু করেছিলেন।

Post a Comment

Previous Post Next Post