কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের কৃষকদের মাঝে সেচযন্ত্র বিতরণ অনুষ্ঠান (ছবি)


রাউৎগাঁও ইউনিয়নের কৃষকদের মাঝে সেচযন্ত্র বিতরণ অনুষ্ঠান (ছবি)

স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে কৃষকদের মধ্যে ১৬টি ডিজেলচালিত সেচযন্ত্র বিতরণ করা হয়েছে। এর ফলে ওই এলাকায় ১১৬৫ হেক্টর জমি চাষাবাদের আওতায় আসছে। সেচযন্ত্র পেয়ে কৃষকদের মধ্যে বইছে আনন্দের বন্যা।  জানা যায়, কৃষি বিভাগ রাউৎগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকার ১১৬৫ হেক্টর অনাবাদি জমি চাষাবাদের জন্য গতকাল ১৬টি ডিজেল চালিত সেচযন্ত্র কৃষকদের হাতে তুলে দিয়েছে। সেচ যন্ত্র বিতরণ উপলক্ষে ইউনয়িন পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগমের সভাপতিত্বে ও উপসহকারি কৃষি কর্মকর্তা জাকির হোসেনের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট কৃষি অধিদফতরের অতিরিক্ত পরিচালক কৃষ্ণ চন্দ্র হোড়, জেলা কৃষি অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ শাহজাহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সফর উদ্দিন, উপজেলা প্রকৌশলী আবুল হোসেন, কৃষি অফিসার এএম শাহনেওয়াজ, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল প্রমুখ।
রাউৎগাঁও ইউনিয়নের কৃষকদের মাঝে সেচযন্ত্র বিতরণ অনুষ্ঠান (ছবি)

রাউৎগাঁও ইউনিয়নের কৃষকদের মাঝে সেচযন্ত্র বিতরণ অনুষ্ঠান (ছবি)

Post a Comment

Previous Post Next Post