স্পোর্টস ডেস্কঃ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পঞ্চমবারের মতো ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। বছরজুড়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য বর্ষসেরার খেতাব পান তিনি। সোমবার দিনগত রাতে সুইজারল্যান্ডের রাজধানী জুরিখে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মেসির হাতে তুলে দেয়া হয় ২০১৫ সালের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। স্টার স্পোর্টস-৪ জুরিখ থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে। গত ২ বার (২০১৩ ও ২০১৪ সালে) মেসিকে দ্বিতীয় স্থানে ঠেলে এ পুরস্কার জিতেছিলেন রোনালদো। এবার সিআর সেভেনকে হারিয়ে রাজত্ব পুনরুদ্ধার করলেন মেসি। পেছনে ফেলেছেন নিজের প্রিয় ক্লাব সতীর্থ নেইমারকেও। এ নিয়ে পঞ্চমবারের মতো এই পুরস্কার জিতে সবাইকে ছাড়িয়ে গেলেন এই ফুটবল জাদুকর মেসি। গড়লেন অনন্য এক ইতিহাস। এছাড়া পুরুষ বিভাগের বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন বার্সার স্প্যানিশ কোচ লুইস এনরিকে। বর্ষসেরা গোলদাতার পুরস্কার (পুসকাস অ্যাওয়ার্ড) জিতেছেন ওয়েন্ডেল লিরা (ব্রাজিল)। ওমেন ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছেন কার্লি লয়েড। সেরা মহিলা কোচের পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের জিল এলিস। ১৯৯১ সাল থেকে ফিফা বিশ্ব বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়ে আসছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ২০১০ সাল থেকে সেটি পরিবর্তিত হয় ব্যালন ডি’অর-এ।