'বাংলাদেশের অর্থনীতি অনেক দেশের তুলনায় শক্তিশালী' - শেখ হাসিনা

'বাংলাদেশের অর্থনীতি অনেক দেশের তুলনায় শক্তিশালী'
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্বের অনেক দেশের তুলনায় শক্তিশালী। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে রফতানি আয় ৩১ বিলিয়ন ডলার থেকে ৬০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে সরকার। শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে এখন একটি সম্ভাবনাময় দেশ। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য বহুমুখীকরণের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরো গতিশীল করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের পণ্যের অনেক সুনাম রয়েছে। পাট একসময় রফতানি হতো বিভিন্ন দেশে। মসলিন একসময় খুব নামকরা ছিল। তাই আমাদের এখন যেসব পণ্য আছে, সেগুলো বহুমুখীকরণ করতে হবে। আমাদের নতুন নতুন বাজার খুঁজতে হবে। বাণিজ্য মেলার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে উল্লেখ করে তিনি বলেন, এ মেলা নিয়ে অন্যদের আগ্রহও সৃষ্টি হয়েছে। বিদেশিদের অংশগ্রহণের ফলে অভিজ্ঞতা বিনিময় করা যায়। বাংলাদেশি পণ্য বাইরে প্রচুর রফতানি করা হচ্ছে। এতে নতুন পণ্য রফতানির সম্ভাবনাও বাড়ছে। বিষয়টি মাথায় রেখে ব্যবসায়ীদের কাজ করতে হবে। শুধু একটি পণ্যকে ধরেই নয়, যেসব পণ্য রফতানি করা যায় তা নিয়ে ভাবতে হবে। কোন দেশে কোন পণ্যের চাহিদা আছে তা বিশ্লেষণ করতে হবে ব্যবসায়ীদের। কোন রফতানিযোগ্য পণ্য উৎপাদন করা যায় সে দিকে দৃষ্টি দিতে হবে। এ সময় জাহাজ ও সিরামিক শিল্পের সম্ভাবনার কথাও বলেন শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ মিঠাপানির মাছ রফতানিতে চতুর্থ স্থানে আছে। আন্তর্জাতিক মানে প্রক্রিয়াজাত করতে পারলে এটা বিশ্ববাজারে আরও সমাদর পাবে। আর তা করতে পারলে কর্মসংস্থানও বাড়বে। ‘বাংলাদেশ নদীমাতৃক দেশ। এতো খাল-নদী বিশ্বের আর কোথাও নেই। আমাদের বিশাল সমুদ্র সীমা রয়েছে। এটাও সম্ভাবনাময় খাত। আওয়ামী লীগ সরকার এসব খাত নিয়ে গবেষণায় গুরুত্ব দিয়েছে।’

Post a Comment

Previous Post Next Post