নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘বর্তমানে দেশে গণতন্ত্র নেই, স্বৈরতন্ত্র নেই, চলছে রাজতন্ত্র। তাদের সালামি দিয়ে চলতে হয়।’ বুধবার সন্ধ্যায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদ্য অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন সুষ্ঠ হয়নি দাবি করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ নির্বাচন প্রত্যাক্ষাণের ঘোষণা দিয়ে বলেন, ‘হাসিনা-রকিব মার্কা নির্বাচন যে অচল তা আরেকবার প্রমাণ করলো।’ নি বলেন, ‘প্রিজাইডিং কর্মকর্তাদেরকে দলীয় কর্মী হিসেবে ব্যবহার করা হয়েছে। বিজয় চিনিয়ে নেয়া হয়েছে। এ নির্বাচন প্রত্যাক্ষাণ করেছি। আমরাও মানি না। জনগণও নির্বাচন মানে না।’ জোর করে জয় পেয়ে খুশি হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন খালেদা জিয়া।
