স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া সদর ইউনিয়নের বাগাজুড়া তরুণ একাদশ কর্তৃক আয়োজিত কাপ এন্ড কাপ নকআউট সিক্সে সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। গত ২২ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টায় ফাইনাল খেলা শুরু হয়। খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ৬ ওভার শেষে বি কে এল স্পোর্টিং ক্লাব লস্করপুর সংগ্রহ করে ৬৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ৪ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ৬৯ রান করে জনতাবাজার স্পোর্টিং ক্লাব। ফলে ৪ উইকেটে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জনতাবাজার স্পোর্টিং ক্লাব। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন ফারহান আহমদ। খেলা শেষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সভায় খেলা পরিচালনা কমিটির সভাপতি ইমরান খান তুহিনের সভাপতিত্বে ও সংগঠক কামরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক, কুলাউড়া সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সুফিয়ান আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া সদর ইউনিয়নের ইউপি সদস্য ছালিক আহমদ, প্রগতিশীল স্পোর্টিং ক্লাবের সভাপতি নুরুজ্জামান চৌধুরী রিপন, সাপ্তাহিক মানবঠিকানার স্টাফ রিপোর্টার ও ইউনাইটেড রয়েল্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহফুজ শাকিল। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা আব্দুস শহীদ জুবের, প্রগতিশীল স্পোর্টিং ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সুমন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুনেল আহমদ, কোষাধ্যক্ষ সায়েকুর রহমান রাজু, প্রবাসী রায়হানুল ইসলাম শামীম, সংগঠক রাহেল আহমদ, ফজলে রাব্বী খান, সালমান আহমদ, বাগাজুড়া তরুণ একাদশের সাধারণ সম্পাদক লিমন আহমদ ও এমদাদুল হক লিটু প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন উপস্থিত সকল অতিথিবৃন্দ। উল্লেখ্য, উক্ত টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।