আমিন জাহানঃ কুলাউড়ায় ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের (সিপিএ) আয়োজনে ৬৩ দল নিয়ে উপজেলা পর্যায়ে দেশের সর্ববৃহৎ ক্রিকেট আসর সিপিএ নক আউট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। ৭ ডিসেম্বর সোমবার নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কামরুল হাসান। সিপিএর সভাপতি কামরুল হাসান বক্সের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফি আহমদ তানিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আব্দুল মতিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটি লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর (অব.) নুরুল মান্নান চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সিপার উদ্দিন আহমদ, বিসিবির সহকারী কোচ (মৌলভীবাজার) রাসেল আহমদ প্রমুখ। উদ্বোধনী খেলায় টসে জিতে জগন্নাথপুর যুব সংঘ প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে সুচনা ১২৭ রান অলআউট হলে জগন্নাথপুর যুব সংঘ ১৮ রানে বিজয়ী হয়। বিজয়ী দলের জুয়েল ম্যাচ সেরা নির্বাচিত হন।
আমিন জাহানঃ কুলাউড়ায় ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের (সিপিএ) আয়োজনে ৬৩ দল নিয়ে উপজেলা পর্যায়ে দেশের সর্ববৃহৎ ক্রিকেট আসর সিপিএ নক আউট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। ৭ ডিসেম্বর সোমবার নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কামরুল হাসান। সিপিএর সভাপতি কামরুল হাসান বক্সের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফি আহমদ তানিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আব্দুল মতিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটি লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর (অব.) নুরুল মান্নান চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সিপার উদ্দিন আহমদ, বিসিবির সহকারী কোচ (মৌলভীবাজার) রাসেল আহমদ প্রমুখ। উদ্বোধনী খেলায় টসে জিতে জগন্নাথপুর যুব সংঘ প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে সুচনা ১২৭ রান অলআউট হলে জগন্নাথপুর যুব সংঘ ১৮ রানে বিজয়ী হয়। বিজয়ী দলের জুয়েল ম্যাচ সেরা নির্বাচিত হন।