নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সারাদেশে আরো হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক নির্মাণ করবে সরকার। বৃহস্পতিবার সকালে গণভবনে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে অনুদান পাওয়া দশটি অ্যাম্বুলেন্স বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, ইতোমধ্যে প্রতি উপজেলায় একটি করে ৫০ শয্যার হাসপাতাল এবং প্রতি ছয় হাজার মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। নদী-প্রধান এলাকার কথা মাথায় রেখে জলপথে চলাচল করতে পারে এ ধরনের অ্যাম্বুলেন্স নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগকে স্বাগত জানিয়ে এসময় প্রধানমন্ত্রী বলেন, সবাই মিলে একসঙ্গে কাজ করলে দেশকে গড়ে তোলা কঠিন হবে না। তিনি বলেন, স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।
