১৫ সদস্যের টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা

১৫ সদস্যের টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশে আগামী বছরের ২৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সভা শেষে এই দল ঘোষণা করা হয়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে স্বাগতিকরা। দ.আফ্রিকা ছাড়াও বাংলাদেশের গ্রুপে রয়েছে স্কটল্যান্ড ও নামিবিয়া। 
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হাসান শান্ত (সহ-অধিনায়ক), জয়রাজ শেখ ইমন, পিনাক ঘোষ, মোহাম্মদ সাইফ হাসান, জাকির হাসান, সাইফ উদ্দিন, শাফিউল হায়েত, সাঈদ সরকার, মেহেদি হাসান, মোহাম্মদ আব্দুল হালিম, সঞ্জিত সাহা, শাওন গাজী, আরিফুল ইসলাম জনি, জাকের আলী অনিক।
স্ট্যান্ডবাই: মুনিম শাহরিয়ার, মোসাব্বেক হোসেন সান, রিফাত প্রধান, কাজী অনিক ইসলাম।
প্রসঙ্গত, আগামী বছরের ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে জমজমাট মেগা ইভেন্টটি শেষ হবে ১৪ ফেব্রুয়ারি।

Post a Comment

Previous Post Next Post