নিউজ ডেস্কঃ আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি ৫৯ সেকেন্ড স্থায়ী হয়েছিল। তবে ভূমিকম্পের ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার দিনগত রাত পৌনে ১টায় আফগানিস্তানের রাজধানী কাবুলের ১৭৫ মাইল উত্তর-পূর্বাঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন জিওলজিকাল সার্ভে রিপোর্ট ও ইউএসজিএস সূত্র জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ১২৫ মাইল গভীরে এর উৎপত্তিস্থল ছিল। এর প্রভাবে ভারতের চণ্ডীগড়, জয়পুর, শ্রীনগর, দিল্লি এবং ন্যাশনাল ক্যাপিটাল অঞ্চলে কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
