সাকিবের পর এবার বাবা হতে যাচ্ছেন তামিম

সাকিবের পর এবার বাবা হতে যাচ্ছেন তামিম
স্পোর্টস ডেস্কঃ দেশ সেরা অলরাউন্ডার সাকিব-আল-হাসানের পর এবার বাবা হতে যাচ্ছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। তামিমের ঘনিষ্ঠ সূত্রে এই খবরের সত্যতা নিশ্চিত হয়েছে। সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। এই আসরে চিটাগাং ভাইকিংসের হয়ে খেলেছেন তিনি। বিপিএল শেষে স্ত্রী আয়েশা সিদ্দীকার সঙ্গে লন্ডন ঘুরে এসেছেন জাতীয় দলের এই হার্ড হিটার ওপেনার। এক সপ্তাহ লন্ডন বেড়িয়ে দেশে ফিরে তামিম বেশ ঘটা করেই বলেছেন, ‘স্ত্রীর সঙ্গে শেষ সফর। এরপর তো সঙ্গে আরেকজন থাকবে।' এমন ইঙ্গিত বাবা হওয়ারই, তা সহজেই অনুমেয়। তবে কবে নাগাদ তামিম-আয়েশার ঘরে নতুন অতিথি আসবে, তা নিশ্চিত হওয়া যায়নি। প্রসঙ্গত, স্কুল জীবন থেকেই তামিম-আয়েশার মন দেয়া-নেয়া শুরু। আট বছরের লম্বা সময় ধরে চলেছে প্রেম পর্ব। ২০১৩ সালের ২২ জুন আনুষ্ঠানিক বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারকা এ জুটি।

Post a Comment

Previous Post Next Post