স্বাভাবিক প্রসবে ট্রিপল সেঞ্চুরী পূর্ণ করলো গরিবের হাসপাতাল নামে পরিচিত ভোগতেরা কমিউনিটি ক্লিনিক

স্বাভাবিক প্রসবে ট্রিপল সেঞ্চুরী পূর্ণ করলো গরিবের হাসপাতাল নামে পরিচিত ভোগতেরা কমিউনিটি ক্লিনিক
মোঃ নাজমুল বারী সোহেলঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা কমিউনিটি ক্লিনিকে গত ০৯ ডিসেম্বর সন্ধ্যায় ৩০০ তম নরমাল ডেলিভারী সম্পন্ন হয়। বেলাগাঁও গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম (২২) একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। এরি মধ্যেদিয়ে উক্ত কমিউনিটি ক্লিনিক মৌলভীবাজার জেলায় প্রথম ৩০০তম স্বাভাবিক প্রসবের সাফল্য অর্জন করেছে। উক্ত নরমাল ডেলিভারী সফলভাবে সপন্ন করেন প্রাইভেট সিএসবিএ লিপা খানম, তাকে সহায়তা করেন সিএইচভি জামিরুন বেগম এবং সার্বিক ভাবে সহায়তা করেন সিএইচসিপি হানিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ভোগতেরা কমিউনিটি গ্রুপের সভাপতি মোঃ জাকির আহমদ ও ভূমিদাতা মোঃ মইনুল ইসলাম। এ ব্যাপারে মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বলেন ৩০০তম স্বাভাবিক প্রসব সফল ভাবে সপন্ন করা প্রসংশনীয় তাই উক্ত ক্লিনিকের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। পি-সিএসবিএ লিপা খানম বলেন বেশীর ভাগ প্রসব রাতের বেলায় সপন্ন হয়। তাই প্রসবের সময় পর্যাপ্ত পরিমান আলোর প্রয়োজন পড়ে কিন্তু রাতে বিদ্যুৎ বিভ্রান্তের কারনে অনেক ঝুকি নিতে হয়, তাই উক্ত ক্লিনিকে সোলার প্যানেল স্তাপনের জন্য যথাযত কতৃপক্ষের সূদৃষ্টি কামনা করছি। সিএইচসিপি হানিফুল ইসলাম বলেন ১২ জানুয়ারী ২০১২ সাল থেকে এ পর্যন্ত ৩০১ জন প্রসূতির সুস্থভাবে প্রসব সম্পন্ন হয়েছে এই ক্লিনিকে। তারমধ্যে পারিবারিক সিদ্ধান্ত হীনতার কারনে দুটি মৃত শিশুর জন্ম হয়। তাই তিনি প্রত্যেক গর্ভবতীর পরিবারের প্রতি অনুরুধ করেন গর্ভবতী মাকে যথা সময়ে কমিউনিটি ক্লিনিকে নিয়ে আসা এবং গর্ভকালীন সময়ে কমপক্ষে চার বার এএনসি সেবা নেওয়ার জন্য।

Post a Comment

Previous Post Next Post