কুলাউড়ায় সীমান্তের ডাকের উদ্যোগে ২ টি পরিবারকে ঢেউটিন প্রদান

কুলাউড়ায় সীমান্তের ডাকের  উদ্যোগে ২ টি পরিবারকে ঢেউটিন প্রদান
খ ক জাফরঃ সাপ্তাহিক সীমান্তের ডাকের উদ্যোগে ও কাতার প্রবাসী আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন রেনুর অর্থায়নে ০২ টি পরিবারকে ১ বান্ডিল করে ঢেউটিন প্রদান করা হয়। ১০ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে সীমান্তের ডাক কার্যালয়ের সম্মুখে পৌরসভার পরিনগর এলাকার তহুরা বেগম ও জয়পাশা এলাকার আয়েশা বেগমকে এক বান্ডিল করে ঢেউ টিন প্রদান করায় হয়। ঢেউটিন প্রদানকালে উপস্থিত ছিলেন রাশিদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবাসী কমিউনিটি নেতা লোকমান হোসেন আনু, দৈনিক দিনকাল কুলাউড়া প্রতিনিধি মোক্তাদির হোসেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক ও প্রিয় কুলাউড়ার সহ-সম্পাদক মোঃ নাজমুল বারী সোহেল, কুলাউড়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক শরীফ আহমেদ, সীমান্তের ডাকের চীফ রিপোর্টার এস আলম সুমন, উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক শামছুল ইসলাম, ব্যবসায়ী হাজী ফয়জুর রহমান, মোঃ আছকর আলী, আনোয়ার মিয়া, তসিম হাসান প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post