কুলাউড়ায় মনোনয়ন জমা দিলেন যারা…

কুলাউড়ায় মনোনয়ন জমা দিলেন যারা…
এম. মছব্বির আলী: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৯ জন ও সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪১ জনসহ মোট ৫৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ৩ ডিসেম্বর বৃহস্পতিবার শেষ দিনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ কে এম সফি আহমদ সলমান, আওয়ামীলীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শফি আলম ইউনুছ, জাপার প্রার্থী মুহিবুর রহমান (লাল মিয়া) মনোনয়নপত্র দাখিল করেছেন। সাধারন ওয়ার্ডে বর্তমান সকল কাউন্সিলর সহ ৪১ জন ও সংরক্ষিত ওয়ার্ডে বর্তমান ৩ কাউন্সিলরসহ ৯জন মনোনয়নপত্র দাখিল করেছেন। রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার কাজী মোঃ ইস্তাফিজুল হক আকন্দ মনোনয়নপত্র গুলো গ্রহন করেন। এসময় কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া কাউন্সিলার পদে মনোনয়নপত্র দাখিলকরীরা হলেন-
১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলার ফয়জুর রহমান ফুল, সাবেক কাউন্সিলার ইউনুছ মিয়া, জামাল আহমদ, লুকমান আহমদ, ফয়জুর রহমান গোলাপসহ ৫জন,

২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলার কায়ছার আরিফ, আশরাফ উদ্দিন সাবু, রেজাউল করিম বিপ্লব, জাকির হোসেনসহ ৪জন,

৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলার মনজুরুল আলম চৌধুরী খোকন, আজিজুর রহমান, সাজিদ আলীসহ ৩জন,
 
৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলার তানভীর আহমদ শাওন, জ্যোতিময় দেব রিপনসহ ২জন,

৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলার শামছুল ইসলাম, সাবেক কাউন্সিলার মাহবুব আলম মাক্কু ও রফিকুল ইসলাম টিপু, শারমিন আক্তার শিউলী, মুরাদ আহমদ, জহির খান, বদরুল ইসলামসহ ৭জন,

৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলার জহিরুল ইসলাম খান, আফজল মিয়া, রাসেল আহমদ চৌধুরী, এমএ রওশন, বেলায়েত হোসেন লাভলুসহ ৫জন,

৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলার শামীম আহমদ চৌধুরী, সাবেক কাউন্সিলার আব্দুল মতলিব খোকন, মোঃ মোশতাক, হারুনুর রশীদ, আব্দুল বারী, রুমান আহমদ রুমেল, আব্দুল জব্বার বাবলু, আলমাছ পারভেজ তালুকদারসহ ৮জন, ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলার ইকবাল আহমদ শামীম, আব্দুল্লা আল মনি, আব্দুল হান্নান, সেলিম খানসহ ৪জন,

৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলার জয়নাল আবেদীন বাচ্চু, ইছরাব আলী, খন্দকার মুহিবুর রহমান মলাইসহ ৩জন এবং মহিলা কাউন্সিলার আসন-১ (১,২,৩) বর্তমান কাউন্সিলার রাবেয়া বেগম, নাসরিন আক্তার, শিউলি বৈদ্যসহ ৩জন, আসন-২ (৪,৫,৮) রেহানা পারভীন, রাবেয়া সুলতানা, আনোয়ারা বেগমসহ ৩জন, আসন-৩ (৬,৭,৯) বেবী বেগম চৌধুরী, সুলতানা বেগম ও দিলারা বেগমসহ মোট ৫০ জন।

Post a Comment

Previous Post Next Post