মেসির ইনজুরিতে ব্যালন ডি অর নেইমারের হাতে!

মেসির ইনজুরিতে ব্যালন ডি অর নেইমারের হাতে!
স্পোর্টস ডেস্কঃ পুসকাস পুরস্কারের জন্য মনোনীত ওয়েনডেল লিরা মনে করেন, ‘ইনজুরি আক্রান্ত হয়ে বার্সার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি সাইড লাইনে থাকায় এবারের বর্ষসেরা ফুটবলার হিসেবে ব্যালন ডি অর দাবি করতে পারেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার।’ ২ মাসের লম্বা ইনজুরি কাটিয়ে গত ২৪ নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রোমার বিপক্ষে বার্সা একাদশে ফিরেছিলেন মেসি। লিরা আরো জানান, ক্লাবের এক সতীর্থ তারকা হিসেবে চলতি মৌসুমে নেইমারের পারফরমেন্স সত্যি অতুলনীয়। একদিকে মেসির ইনজুরি, অপরদিকে ক্রিস্টিয়ানো রোনালদো ফর্মে নেই মোটেই। এমন অবস্থায় ব্যালন ডি অরের জন্য নেইমারই অদ্বিতীয়। এদিকে সম্প্রতি মেসি-নেইমারের পাশে ব্যালন ডি অরে নিজের নাম না তাকায় কোনোই মন্তব্য করেননি মৌসুমের অন্যতম সেরা আরেক পারফরর্মার লুইস সুয়ারেজ। তবে মেসিকে এগিয়ে রাখলেও নেইমারও পুরস্কারটির দাবিদার বলে জানান এই উরুগুয়াই স্টাইকার। অবশ্য ব্রাজিলিয়ান ক্লাব সতীর্থ দানি আলভেজ তো রোনালদোকে সরাসরি বাজেয়াপ্ত করেছেন। নেইমার ব্যালন ডি অর না জিতলেও দ্বিতীয় স্থানে তারই থাকা উচিৎ।

Post a Comment

Previous Post Next Post