নিউজ ডেস্কঃ গত ২০ ডিসেম্বর দুপুর ১২ঃ০০ ঘটিকায় ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া গ্রামে মোবাইল কোট পরিচালনা করা হয়। মোবাইল কোট পরিচালনাকালে নকল স্বর্ণ প্রস্তুতকরে জনসাধারণের সাথে প্রতারণার দায়ে আলেয়া বেগম (৩০), স্বামী-নুর ইসলাম, সাং-কালিগঞ্জ, পোঃ-কালিগঞ্জ, উপজেলা-জকিগঞ্জ, জেলা-সিলেট-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় ০৬ (ছয়) মাসের বিণাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং ০১(এক) সেট স্বর্ণের কানের দুল ও ০৩ (তিন) সেট নকল স্বর্ণের কানের দুল ও নগদ ১০,০০০/- (দশ হাজার) টাকা জব্দ করা হয়। জব্দকৃত টাকা ও মালামাল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চেয়ারম্যান ব্রাহ্মণবাজার ইউপি এর হেফাজতে রাখা হয়। এবং মহিলাকে জেল হাজতে প্রেরণ করা হয়। অভিযান পরিচালনায় অংশ গহণ করেন। মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কুলাউড়া। বিনয় চন্দ্র দেব, স্টেনো, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কুলাউড়া। ফরিদ আহমদ , এসআই, কুলাউড়া থানা কুলাউড়া ও পুলিশ ফোর্স। রুবেল আহমদ, মোঃ পিয়ার আলী, মোঃ আব্দুর রহমান, অফিস সহায়ক, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কুলাউড়া।
